ABP LIVE Exclusive: তিনি নাকি কাজ ছাড়া থাকতেই পারেন না। সারাদিন কাজ করে বাড়িতে ফিরেও রাত ১টা পর্যন্ত সেই কাজ নিয়েই ফোনে কথা বলেন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'দুর্গাপুর জংশন' মুক্তি পাচ্ছে সামনেই। সেই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)-কে। এই ছবি যখন প্রথম ভাবা হয়েছিল, তখন অবশ্য ঠিক হয়েছিল, বিক্রমকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। আর পুলিশের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)-কে। পরে নিজেদের সম্মতিতেই বদলে যায় তাঁদের চরিত্র। কেমন ছিল সেই চরিত্রের প্রস্তুতি? ঠাকুরপুকুরকাণ্ড নিয়ে কী মতামত তাঁর? একবার একজন তারকার গায়ে কোনও তকমা লেগে গেলে, তা কাটিয়ে বেরিয়ে আসা কি সহজ? প্রেম আর বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত? এবিপি লাইভ বাংলায় অকপট বিক্রম চট্টোপাধ্যায়।